সৈয়দপুরে উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
নীলফামারীর সৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক প্রভাষক শওকত হায়াত শাহ'র উদ্যোগে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ইন্টারন্যাশনাল স্কুল চত্ত্বরে শহরের ২৫০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী করা হয়।
বিতরণকালে ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, বিএনপি নেতা আব্দুল খালেক, ব্যবসায়ী তোফায়েল আযম, সাংবাদিক জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন লুতু, মিজানুর রহমান মিলনসহ সুধীজন উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, সেমাই, চিনি, তেল, দুধ, পেঁয়াজ, রসুন, আদা, মসল্লা, আলু ও মুরগী।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি