অনুষ্ঠিত হলো ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ
বগুড়া শহরের অন্যতম সামাজিক সংগঠন "ভিন্ন দৃষ্টি" প্রতিবছরের ন্যায় এবারও পালন করেছে "ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ’২৩”। শুক্রবার ২১শে এপ্রিল ভিন্নদৃষ্টি'র পাঠশালা তে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী এবং মেহেদী উৎসব এর মাধ্যমে শেষ হয় ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ'২৩।
চেলোপাড়া চাষীবাজার সংলগ্ন শিশুপার্কে অবস্থিত ভিন্নদৃষ্টি'র পাঠশালার ৪১ জন শিক্ষার্থীর হাতে এই উপহার তুলে দেয় ভিন্ন দৃষ্টি এর স্বেচ্ছাসেবীরা। উপহার হিসেবে রয়েছে ঈদের নতুন জামা, লাচ্চা সেমাই, চিনি, দুধ, বাদাম কিসমিস। এছাড়াও পাঠশালার শিক্ষার্থীদের বাহিরে ১০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার।
ভিন্নদৃষ্টি'র পক্ষ থেকে রিংকু রায় অর্ক জানান, বিগত ৬ বছর ধরে ভিন্ন দৃষ্টি কতৃক আয়োজিত হয়ে আসছে "ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ" নামের ইভেন্ট। ২০১৮ সাল থেকে আমরা বাচ্চাদের পাশাপাশি বাছাইকৃত পরিবার গুলোকে সম্পূর্ণভাবে ঈদের আনন্দ দেওয়ার জন্য "ভিন্নদৃষ্টি'র খুশির বক্স" বিতরন করে থাকি। সেখানে পরিবারের সবার পোশাক সহ ঈদের খাবার পর্যন্ত থাকে। এইবার আমরা ৫ টি পরিবার কে পূর্ণাঙ্গ ঈদের নতুন জামা ও খাদ্য সামগ্রী এবং ৫ টি পরিবার কে শুধু ঈদের খাদ্য সামগ্রী দিতে পেরেছি আর ভিন্নদৃষ্টি'র পাঠশালা এর শিক্ষার্থীদের ঈদের নতুন জামা ও ঈদের খাদ্য সামগ্রী উপহার দিয়েছি।
সব মিলে আমরা এই ঈদের উপহারের মাধ্যমে প্রায় ২০০ জন মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি।
এছাড়া পাঠশালার বাচ্চাদের পাশাপাশি প্রায় ৪০ জন শিশুর হাতে মেহেদী দিয়ে তাদের খুশি করতে পেরেছি।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কাউন্সিল ও প্যানেল মেয়র ১ জনাব পরিমল চন্দ্র দাস, লেখক আমির খশরু সেলিম, নাট্য কর্মি আবদুল সামাদ সহ ভিন্ন দৃষ্টি এর স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীরা।

প্রেস বিজ্ঞপ্তি