হাকিমপুরে আশ্রয়ণবাসীর সাথে ইউএনও'র ঈদ উদযাপন
দিনাজপুরের হাকিমপুরে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম।
শনিবার (২২ এপ্রিল) সকালে ঈদের নামাজ আদায় করে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর আশ্রয়ণ, বোয়ালদাড় ইউনিয়নের পালীবটতলী আশ্রয়ন ও আলীহাট ইউনিয়নের মনসাপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। স্থানীয় ইউপি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম রাইজিংবিডিকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় আজ সকালে ঈদের নামাজ আদায় করে উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবসারত উপকারভোগীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও তাদের মধ্যে মিস্টি বিতরণ করেছি। খট্টামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর আশ্রয়ণ, বোয়ালদাড় ইউনিয়নের পালীবটতলী আশ্রয়ন ও আলীহাট ইউনিয়নের মনসাপুর ইউনিয়নের আশ্রয়ণবাসীর সাথে এ শুভেচ্ছা বিনিময় করি।

দিনাজপুর প্রতিনিধিঃ