বগুড়া ডাকঘরে ডাকাতির চেষ্টা, অফিস সহকারী খুন
বগুড়া পোস্ট অফিসের অফিস সহকারী প্রশান্ত আচার্য কে কুপিয়ে হত্যা করেছে একদল ডাকাত। এসময় পোষ্ট অফিসের লকার ভেঙ্গে টাকা লুট করে নিয়ে যায়। কতটাকা নিয়ে যায় তা জানা যায়নি।
জানা গেছে, ঈদের কারনে পোষ্ট অফিসের নৈশ্ প্রহরীরা ছুটিতে যায়। সে জন্য অফিস সহকারী প্রশান্ত আচার্য ঈদের রাত থেকে নৈশ প্রহরীর দায়িত্ব দেয়া হয়। আজ সকাল সাতটায় কতিপয় ডাকাতদল পোষ্ট অফিসের পূর্বপাশের প্রাচীর টপকিয়ে ভেতরে ঢুকে এ সময় প্রশান্ত আচার্যকে তারা চাবি দিতে বলে। প্রশান্ত চাবি দিতে অস্বীকার করলে তখন তারা তার উপর চড়াও হয় ও আক্রমন চালায়। এ সময় প্রশান্ত তার শাজাহানপুর উপজেলার ব্যাজোড়া গ্রামে ছোট ভাই দুলালকে টেলিফোন করে বাঁচানোর আকুতি জানায়। এইটুকু কথা বলা শেষ হওয়ার সাথে সাথে ডাকাতেরা তাকে হাত বেঁধে ফেলে এবং এলোপাতারি মারধর শুরু করে। একপর্যায়ে ডাকাতরা প্রশান্তর মাথায় জোড়ালো আঘাত করে। এসময় যে বারান্দার উপরে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। তার ভাইয়েরা দ্রুত ঘটনাস্থলে এসে প্রশান্তকে মেঝেতে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এসময় তার ভাই ও বোনেরা কান্নায় ভেঙ্গে পড়েন।
পুলিশ ময়না তদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, ঘটনা উদঘাটন সহ খুব দ্রুত ডাকাতদের গ্রেফতার করা হবে।

ষ্টাফ রিপোর্টার