আদমদীঘিতে প্রায় ১৫ কেজি গাঁজাসহ মাদককারবারী গ্রেফতার
বগুড়ার আদমদীঘিতে ১৪ কেজি ৮ গ্রাম গাঁজা উদ্ধার সহ মাদকারবারী হেলাল কে গ্রেপ্তার করেছেন র্যাব ১২ -১২। এসময় মাদকবহনকারী পিকঅপ গাড়ী জব্দ করেন।
গ্রেফতার কৃত হেলাল ব্রাক্ষনবাড়ীয়ার আখাউড়া থানার মনিঅন্ধ গ্রামের আহম্মদ হোসেনের ছেলে। সোমবার বিকেলে বগুড়া নওগাঁ মহাসড়কের আদমদীঘির গোহাটি এলাকায় মহাসড়ক থেকে গাঁজা সহ তাকে গ্রেফতার করেন।
জানাযায়, বগুড়া হতে নওগাঁ গ্রামী একটি পিকঅপ গাড়ী মাদকদ্রব্য গাঁজা বহন করে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব-১২, ক্যাম্প গত সোমবার ২৪ এপ্রিল বিকেলে আদমদীঘির গোহাটি বাজার এএফসি ফুড কর্ণার এন্ড কফি শপের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে পিকঅপ গাড়ী তল্লাশী চালিয়ে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার সহ হেলাল (৩৭), কে গ্রেফতার করেন। এঘটনায মঙ্গলবার র্যব ১২ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায মাদকদ্রব্য আইনে মামলা দাযের করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার সিপিসি-৩, র্যাব-১২, বগুড়ামোঃ নজরুল ইসলাম বলেন, গাজাঁ উদ্ধার ঘটনায আদমদীঘি থানায় মামলা দায়ের হয়েছে এবং থার মাধ্যমে আসামীকে কোটে প্রেরন করা হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি