আদমদীঘির আলীবর পাগলা না ফেরার দেশে চলে গেলেন
বৈচিত্রময় এই পৃথিবীর বিচিত্র কিছু মানুষ প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘোরাফেরা করতো। এমনি এক সবার পরিচিত সদাহাস্যজ্জল আদমদীঘির আলীবর পাগলা(৫২) সকলের ভালাবাসাকে উপেক্ষা করে না ফেরার দেশে চলে গেলেন। গতকাল মঙ্গলবার বেলা ১২টায়
আদমদীঘি থানার পশ্চিম পার্শে একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সে মারা যায় (ইন্নাল্লিহি...রাজিউন)।
জানা গেছে, উপজেলা সদরের গোড়গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন পাগল আলীবরের বাবা আবুল প্রামানিক অনেক দিন আগে মারা যায়। তার বাবা মারা যাবার পর তার মাও পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছে। প্রায় ২৫বছর আগে আলীবরের মাও মারা যায়। মা পাগল থাকা অবস্থায় আলীবরও ভারসাম্যহীন পাগল হয়ে পড়ে। সকলেই তাকে আলীবর পাগলা বলে ডাকতো। নিয়তীর নির্মম পরিহাস মানসিক ভারসাম্যহীন পাগল আলীবর থানার পার্শে মৃত ইয়াছিন আলীর পরিত্যাক্ত পুরনো মাটির বাড়ীর বারান্দায় রাত্রী যাপন করতো। পথে পথে ঘুরলেও কখনো সে কারো কাছ থেকে টাকা কিংবা খাবার চাইতো না। মন যখন শান্ত থাকে তখন মানুষের সাথে স্বাভাবিক ভাবে কথা বলতো। মঙ্গলবার বেলা ১২টায় মনের খেয়ালে আদমদীঘি থানার পশ্চিম পাশে একটি পুকুরে গোসল করতে নেমে আর সে পানি থেকে উঠতে পারে না।
পরে স্থানীয় লোকজন পুকুরে তার ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে। এদিকে সদাহাস্যজ্জল আলীবর পাগলা হঠাৎই মারা যাওয়ায় সকলেই যেন হতবাক। অপর দিকে সোমবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে পুকুরের পানিতে ডুবে মোজাহার হোসেন (৬২) নামের এক মাদক সেবীর মৃত্যু হয়। সে সান্তাহার শহরের মৃত অহির উদ্দীনের ছেলে ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি