পঞ্চগড়ে রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
পঞ্চগড়ে রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার(২৫এপ্রিল) দুপুরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঢাংগীপুকুরী চৌরাস্তায় হাড়িভাসা ইউপি-বেরুবাড়ী রাস্তা ভায়া জয় বাংলা হাট (চেইনেজ ১৬২৫ থেকে ২১২৫) রাস্তা উন্নয়ন কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মাজহারুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান আলী , সাধারণ সম্পাদক মনির হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাড়িভাষা ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রমজান আলী, হাড়িভাষা ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ নাজমুল হক,৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসিবুল ইসলাম,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবিউল ইসলাম,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম মানিক।

পঞ্চগড় প্রতিনিধি