বগুড়ায় ডাকঘরে হত্যা করে ডাকাতি, ৭ জনের বিরুদ্ধে মামলা
বগুড়া জেলা প্রধান ডাকঘরে অফিস সহায়ককে খুন ও ৮ লাখ টাকা লুটের ঘটনায় অজ্ঞাত সাতজনকে আসামি করে মামলা হয়েছে। মামলার বাদি পোস্টঅফিস পরিদর্শক মো. মাহিদুল ইসলাম।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী।
এর আগে রোববার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ডাকঘরের ভোল্ট কেটে ডাকাতি করে এবং প্রশান্ত আচার্য নামের অফিস সহায়ক হত্যা করে পালিয়ে যায়। পরদিন সকালে পুলিশ খবর পেয়ে প্রশান্তের লাশ উদ্ধার করে।
নিহত প্রশান্ত আচার্য বগুড়া শাহজাহানপুরের বেজোড়া হিন্দুপাড়ার বাসিন্দা। তিনি ডাকঘরের অফিস সহায়ক হিসেবে নিযুক্ত ছিলেন। তবে ঈদ উপলক্ষে ডাকঘরে প্রহরীর দায়িত্ব দেওয়া হয়েছিলো।
এজাহার সূত্রে জানা যায়, ডাকঘরে দুজন নৈশপ্রহরী আছেন। ঈদের সময় তারা ছুটিতে থাকেন। এই সময়টায় প্রশান্ত কুমার দায়িত্ব পালন করেন। এভাবেই বিগত বছরগুলোয় দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। রোববার রাতে প্রশান্ত ও আব্দুল্লাহেল কাফি চিশতির ডিউটি ছিলো। তবে ঘটনার দিন থেকে আব্দুল্লাহেল কাফি নিরুদ্দেশ রয়েছেন।
রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ডাকঘরের উত্তর পাশের বারান্দার দুটি শিক কেটে ভিতরে প্রবেশ করে। তারা প্রশান্তকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করে। পরে তারা ভোল্ট কাটার চেষ্টা করেছে। পুরোটা অংশ কাটতে পারেনি। কাটা অংশ দিয়ে কিছু টাকা তারা বের করে নেয়।
ডাকঘরে সিসিটিভি ক্যামেরা ছিলো। কিন্তু রাত সাড়ে তিনটার পর থেকে ক্যামেরার কোনো ফুটেজ নেই। কারণ সেগুলোর লাইন কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তবে সাড়ে তিনটার মধ্যেকার ফুটেজে মুখোশ পরা একজনের অস্তিত্ব পাওয়া গিয়েছে।
পরে সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের উপস্থিতিতে ডাকঘর কর্তৃপক্ষ তাদের ভোল্টের টাকা হিসাব করে দেখেন। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ভোল্টে ছিল ৪৩ লাখ ৭৭ হাজার ১৮ টাকা। হিসাব করে আট লাখ টাকার ঘাটতি পাওয়া যায়। বাকি টাকা ডাকঘরের কর্মকর্তারা ব্যাংকে নিয়ে গিয়ে জমা করেন।
মামলার বাদি মাহিদুল ইসলাম জানান, প্রশান্তের সঙ্গে আব্দুল্লাহেল কাফির ডিউটি ছিলো সে রাতে। কিন্তু তিনি কেন ছিলেন না আমরা জানি না। তবে জানতে পেরেছি তাকে গোয়েন্দা পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ডাকঘরে খুন ও ডাকাতির অভিযোগে মামলা হয়েছে। এতে ৫ থেকে ৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অনলাইন ডেস্ক