আদমদীঘির বিনোদন কেন্দ্র গুলিতে এখনও ঈদের আমেজ চলছে
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলিতে এখনও ঈদের আমেজ চলছে। ঈদের চার দিন অতিবাহিত হলেও বিনোদন কেন্দ্র গুলিতে এখনও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। ঈদ আনন্দ উপভোগ করতে শিশু থেকে বিভিন্ন বয়সের দর্শনার্থীরা এখন বিনোদন কেন্দ্রগুলিতে ভিড় জমাচ্ছে। উপজেলার সান্তাহারের ফারিস্তা পার্ক, শখের পল্লী পার্ক, ডানা পাক,রক্তদহ বিল এলাকায় সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে দেখা যাচ্ছে। সান্তাহার-বগুড়া সড়কে পাশে সান্তাহার সাইলো সড়কের পাশে অবস্থিত সান্তাহার ফারিস্তা পার্ক। গতকাল বুধবার সরজমিনে সান্তাহার ফারিস্তা পার্কে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারের সামনে দর্শনার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে। নানা বয়সের দর্শনার্র্থীরা এখানে বিভিন্ন যানবাহনে করে আসছেন। অনেক দর্শনার্থীরা জানান, বাচ্চাদের সারা বছর পড়াশুনার চাপের কারনে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া হয় না । ঈদের ছুটতে তাই বাচ্চাদের নিয়ে বেড়িয়েছি । এই ফারিস্তা পার্কে আছে কৃত্রিম রেলগাড়ী, বাচ্চাদের বিভিন্ন রাইডার , সুইমিং পুল, নানা কৃত্রিম প্রাণীর মূর্তি, কমিউনিটি সেন্টার ,পার্কের ভেতরে বিভিন্ন স্টল ইত্যাদি। সান্তাহার পৌরসভার সড়কের বশিপুর পার্শ্বে অবস্থিত শখের পল্লী পার্ক । প্রায় ৪৫ বিঘা জায়গার উপরে অবস্থিত ২০১৬ সালে প্রতিষ্ঠিত। এই পার্কে আছে মিনি চিড়িয়াখানা, কেবল কার রাইডার, শিশুদের জন্য বিভিন্ন রাইডার, ধ্রুবতারা ও শুকতারা নামে দুটি কটেজ। ঈদ উপলক্ষে কর্তৃপক্ষ বিভিন্ন আইটেম বৃদ্ধি করেছে এই পার্কে। সান্তাহার থেকে পাঁচ কিলোমিটার দূরে ডানা পার্কে দেখা যায়,প্রচন্ড গরমে মানুষ গাছের ছায়ায় বসে আছে। অনেকে দল বেধে পার্কে ঘুরে বেড়াচ্ছে।
এদিকে সান্তাহার মনোমুগ্ধকর সাইলো সড়ক,কদমা মৎস খামার, ঐতিহাসিক রক্তদহ বিল পাড় এলাকা গুলিতেও দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মত। প্রচন্ড তাপদাহে বিকেলে শত শত মানুষকে সান্তাহার সাইলো সড়কে দেখা গেছে। ঈদের চার দিন অতিবাহিত হলেও এখনও বিনোদন কেন্দ্র গুলোলোকে লোকারোন্য। মোটরবাইক, টমটম, ভ্যানগাড়ি সহ বিভিন্ন যানবাহনে নানা শ্রেনীর ভ্রমন পিপিসু মানুষদের বিনোদন কেন্দ্র গুলিতে আসছে। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, ঈদ উপলক্ষে বিনোদন কেন্দ্র সহ উপজেলার নানা স্থানের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। এবারের ঈদে কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি।

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ