বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের পলবেসরা অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিদায় অনুষ্ঠান ছাত্রছাত্রীদের জন্য এক বিশেষ দিন। সার্বক্ষনিক যোগাযোগ রক্ষার শেষ দিন। এটি মাধ্যমিক পর্যায়ে শেষ পদচারন। ভালো ফলাফল দিয়ে ভালো কলেজগুলোতে ভর্তি হতে হবে। ভালো পড়াশোনার মধ্য দিয়ে সঠিক লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হবে। প্রতিটি বিদ্যালয় মেধাকে শানিত করে তোলে।
তিনি আরো বলেন, এই স্কুলে তোমাদের স্মৃতিমধুর অনেকগুলো দিন কেটেছে। তোমাদের প্রানোচ্ছল পদভারে এই ফুলের আঙিনা ছিল মুখরিত। কঠোর অধ্যবসায়, নিরলস শ্রম ও আন্তরিক আগ্রহে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ার সাধনায় তোমরা সর্বদাই সচেষ্ট ছিলে। আজ ভবিষ্যতের সিঁড়িতে তোমরা যখন প্রজ্ঞার ছায়া ফেলতে যাচ্ছো তখন বলি,– এই স্কুলের স্মৃতিময় দিনগুলো আর প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের ঐকান্তিক অবদানের কথা যেন তোমরা ভুলে না যাও। এই বিদ্যানিকেতনের অভিজ্ঞতা ও ঐতিহ্য যেন হয় তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রেরণা। তোমাদের সঙ্গে আমাদের স্নেহসিক্ত প্রীতিময় বন্ধন যেন অটুট থাকে আজীবন। তোমরা নতুন শতাব্দীর অগ্রপথিক। তোমরা দুর্গম পথের দুঃসাহসী অভিযাত্রী দল। উচ্ছ্বল তারুণ্যের প্রাচুর্য তোমাদের মধ্যে বিরাজমান।
বিদায়ী ছাত্রছাত্রীরা তাদের বক্তব্যে বিভিন্ন স্মৃতিচারণ করে। এ সময় এক আবেগময় পরিস্থিতির সৃষ্টি হয়। ছাত্রছাত্রীরা অত্যন্ত সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে বিদায় অনুষ্ঠান পালন করে।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক পিএম আপেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ভিভিয়ান রিওন মারান্ডী, উপাধ্যক্ষ আইএনএম মাহবুবুল ইসলাম, উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা, সহকারি প্রধান শিক্ষক দিবা পারভীন আক্তারসহ প্রমুখ।
এসময় বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এ ধরনের অনুষ্ঠান বিদ্যালয়ের ঐতিহ্যকে সমুন্নত রাখার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে সৌহার্দ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
বিদায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের প্রবেশ পত্র, শিক্ষা উপকরণ এবং মেধা ভিত্তিক ও ক্লাসে শতভাগ উপস্থিতি মূল্যায়নে পুরস্কার দেয়া হয়।

অনলাইন ডেস্ক