পঞ্চগড়ে শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
সদর উপজেলার শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জান্নাতুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ) কনক কুমার দাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক জান্নাতুন নাহার, সহকারী শিক্ষক মুসলিম উদ্দিন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন হুজুরাত হোসেন জিহাদ ও সুলতানা বেগম।

পঞ্চগড় প্রতিনিধি