বগুড়ায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন
‘নিশ্চিত করি শোভন কর্ম পরিবেশ গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানে বগুড়ায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং জেলা প্রশাসন বগুড়ার আয়োজনে শহরে একটি র্যালি বের হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বগুড়ার উপমহাপরিদর্শক মো. ইকবাল হোসাইন খান, সহকারি মহাপরিদর্শক সেফটি শেখ আসাদুজ্জামান, উপপরিচালক মো. শহিদুজ্জামান। প্রতিষ্ঠানের শ্রম পরিদর্শক নাজিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহানাজ পারভীন, জলেশ^রীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার, শ্রম পরিদর্শক গোলাম খাজা, মইন উদ্দিন আহম্মেদ, এস এম সোহেল, টি এম জিয়াউর রহমান, গাউসুল আজিম প্রমুখ।
র্যালি শেষে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমানে শ্রমিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিশুদেরকে শ্রমিক না বানিয়ে তাদেরকে বিদ্যালয়ে পাঠাতে হবে। প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা, বিভিন্ন উৎসব ভাতা ও তাদের নিরাপত্তার জন্য সময় উপযোগী বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এগুলি বাস্তবায়ন করলেই জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস সার্থক হবে।

প্রেস বিজ্ঞপ্তি