৩৮ মামলার পলাতক আসামি মবুকে গ্ৰেফতার করেছে পুলিশ
নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্র মামলাসহ ৩৮ মামলার পলাতক আসামি দূধর্ষ ডাকাত মবু কে গ্ৰেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে এ দূধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়- মবু একজন দূধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী। তাকে অস্ত্র, মাদকসহ কয়েকবার গ্ৰেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদকসহ ৩৮টি মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছে। সে খুব চালাক হওয়ায় প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্ৰামের একটি বাড়ী ঘিরে ফেলে তাকে গ্ৰেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্র আরো জানায়- মবু ডাকাত কুখ্যাত চিহ্নিত তালিকাভূক্ত আসামি। এছাড়া সে এ ক্যাটাগরির মাদক ব্যবসায়ী।
মবু ডাকাত উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর পশ্চিমপাড়া গ্ৰামের মৃত মোজাম্মেল হকের পুত্র।
আজ শুক্রবার দুপুরে গ্ৰেফতার মবু ডাকাতকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান- সে খুবই চালাক। তাকে গ্ৰেফতারে বিশেষ অভিযান চালিয়ে গ্ৰেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ৩৮টি মামলা রয়েছে।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি