সৈয়দপুরে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতামূলক প্রচারণা সভা
নীলফামারীরসৈয়দপুরে সড়ক দুর্ঘটনা রোধকল্পে এক জনসচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯এপ্রিল) ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের শেরেবাংলা (সিনেমা রোড়) সড়কে থানার সামনেওই সভার আয়োজন করা হয়। সভায় সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, সড়ক দুর্ঘটনাকমানোর ক্ষেত্রে ফুটপাত ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা, ট্রাফিক আইনের বিভিন্ন নিয়ম কানুন এবং রাস্তায় চলাচলের নিয়ম কানুনসহট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়। সড়কদুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন ও সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে আলোকপাত করেন নীলফামারী জেলা ট্রাফিক পুলিশ বিভাগের সার্জেন্টমো. আশরাফ কোরাইশী উক্ত সভায়বিভিন্ন যানবাহন চালক ও পথচারীরা উপস্থিত ছিলেন।
নীলফামারী জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো.আশরাফ কোরাইশী বলেন, ট্রাফিক আইন সর্ম্পকে জনগণকে সচেতন করার লক্ষ্যে এ ধরনেরজনসচেতনতামূলক প্রচারণার আয়োজন। এঞন থকে প্রতি মাসে এ ধরনেল সভার আয়োজন করা হবেবলে জানান তিনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: