বগুড়ায় গন্ধগোকুল উদ্ধার

বগুড়ায় বিলুপ্তপ্রায় প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করেছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) এর সদস্যরা।
রবিবার সন্ধ্যা ৯টায় দত্তবাড়ি সোনালি ব্যাংকের পাশে মোস্তফা অভির বাসা থেকে গন্ধগোকুলটি উদ্ধার করেন ।তীরের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী এর ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর জাহাঙ্গীর কবির কে জানালে বৈরী আবহাওয়ার কারণে(বৃষ্টির কারনে) আসতে না পারাই সামাজিক বন বিভাগ বগুড়া উপ-বন সংরক্ষক জনাব মোঃ মতলুবুর রহমান কে জানানো হয় তাৎক্ষণিক ঘটনাস্থলে সামাজিক বন বিভাগের একটি টিম উপস্থিত হয়। সামাজিক বন বিভাগ এর টিম ও তীরের সদস্যদের সহযোগিতায় গন্ধগোকুল টি উদ্ধার করে সামাজিক বন বিভাগ বগুড়ায় হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তীরের সহ সভাপতি সাজ্জাতুল বারি শাওন, সাধারণ সম্পাদক হোসেন রহমান, সাংগঠনিক সম্পাদক অমিত সাহা, কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন, সদস্য ফরহাদ হোসেন, তীরের উপদেষ্টা আরিফুর রহমান বিহার হাট আঞ্চলিক কমিটির উপদেষ্টা তৌফিক হাসান হিমু
তীর’র সাধারণ সম্পাদক হোসেন রহমান জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে প্রজাতিটি সংরক্ষিত এবং জাতিসংঘের পরিবেশ ও বন্যপ্রাণীবিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচারের (আইইউসিএন) মতে বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত।পাশাপাশি বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত ঘোষণা করা হয়েছে।
নিশাচর এ প্রাণীটির ইংরেজি নামAsian palm civet একসময় গন্ধগোকুল প্রচুর পাওয়া গেলেও বর্তমানে মানুষের অসচেতনতায় প্রাণীটি তেমন চোখে পড়ে না।
তীরের উপদেষ্টা আরিফুর রহমান জানান গন্ধগোকুল নিশাচর খাটাশের বিভিন্ন প্রজাতির মধ্যে এরাই মানুষের বেশি কাছাকাছি থাকে। দিনের বেলা বড় কোনো গাছের ভূমি সমান্তরাল ডালে লম্বা হয়ে শুয়ে থাকে, লেজটি ঝুলে থাকে নিচের দিকে। মূলত ফলখেকো হলেও কীটপতঙ্গ, শামুক, ডিম-বাচ্চা-পাখি, ছোট প্রাণী, তাল-খেজুরের রসও খায়। অন্য খাদ্যের অভাবে মুরগি-কবুতর ও ফল চুরি করে। এরা ইঁদুর ও ফল-ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে।