প্রকাশিত : ১ মে, ২০২৩ ১৩:১১

বগুড়ায় চার জেলার কবিদের নিয়ে সাহিত্যের ঈদ আড্ডা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় চার জেলার কবিদের নিয়ে সাহিত্যের ঈদ আড্ডা

বগুড়ার সাহিত্যিক, কলামিস্ট, কবি, গল্পকার, নাট্যকর্মী, বাচিক শিল্পী, কণ্ঠশিল্পী ও নৃত্য শিল্পীদের নিয়ে সাহিত্যের ঈদ পরবর্তী আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে বগুড়া শহরের ম্যাক্সমোটেলে সাহিত্য সংগঠন কুঁড়ি, পাঠকপণ্য পাঠশালা, প্রকাশ শৈলী, বগুড়া শব্দকথন সাহিত্য আসর ও এ্যলবাম-এর যৌথ উদ্যোগে এই আড্ডা অনুষ্ঠিত হয়। এ আড্ডা বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী ও কুষ্টিয়া চার জেলা মিলিয়ে অর্ধশতাধিক কবি-সাহিত্যিকদের নিয়ে জমে উঠে আড্ডা। 

আড্ডায় বক্তব্য রাখেন কবি মীর আবদুর রাজ্জাক, কবি মনজু রহমান, কবি জয়ন্ত দেব, কবি খৈয়াম কাদের, কলামিস্ট এডঃ মনতেজার রহমান মন্টু, চিত্র শিল্পী বেলাল উদ্দিন আহম্মদ, কবি এইচ আলিম, কবি লুবনা জাহান, কবি সাহেব মাহমুদ, গল্পকার সাহাব উদ্দিন হিজল, বাচিক শিল্পী অলক পাল ও ঈমামুল হুদা বিপ্লব, কণ্ঠ শিল্পী আলমগীর কবির, আরিফ, নির্মল, কবি মাহাবুব টুটুল, কবি ও গল্পকার নির্মল ঘোষ, কবি বিশ্বজিৎ চৌধুরী, কবি জীবন সাহা, কবি আমিনুল ইসলাম, কবি রাব্বানী সরকার, কবি সেলিম রেজা কাজল, কবি আবেদা আশরাফ, কবি ফাতেমা ইয়াসমিন, কবি শাহানুর শাহিন, কলামিস্ট এম এ জাহিদ, শিশু ছড়াকার উম্মে হাবিবা আকন্দ, আবু মুতা আলী উলফাত, বিনতিয়া ইয়াসমিন, রাফিকা হায়াৎ, উদায়বা আনতারা প্রমুখ। আড্ডায় কবিরা স্বরচি কবিতা আবৃত্তি, কণ্ঠশিল্পীরা সঙ্গিত ও নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ছড়াকার আব্দুল খালেক।

উপরে