নন্দীগ্রামে মহান মে দিবস পালিত
মহান মে দিবস আজ (০১মে) বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন- সংগ্রামে অনুপ্রেরণার এক দিন। শ্রমজীবী মানুষের আধিকার আদায়ের সংগ্রামে এই দিনটিকে বিশ্বব্যাপী মে দিবস হিসেবে উদযাপিত হয়। তেমনি ভাবে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিশাল এক র্যালির মধ্যে দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে।
র্যালি শেষে আল-আমিন সুপার মার্কেট কার্যালয়ে উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মোঃ বকুল হোসেন, উপদেষ্টা মো: ফজলুর রহমান, একেএম ফজলুল হক কাশেম, আলহাজ্ব শাবান আলী, এতে আরো বক্তব্য রাখেন, গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মিন্টু, ইউনুছ আলী,মজনুর রহমান প্রমুখ। বক্তাগন বলেন এই দিনে মে দিবসে যে সকল শ্রমিক জিবন বিসর্জন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন, এবং শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সারাদেশের শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের সমর্থন করেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মিজানুর রহমান।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :