প্রকাশিত : ১ মে, ২০২৩ ২১:৫২

মহান মে দিবসে বিইউজের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
মহান মে দিবসে বিইউজের আলোচনা সভা অনুষ্ঠিত

মহান মে দিবসে বগুড়া সাংবাদিক ইউনিয়নের(বিইউজে) আলোচনা সভায় বক্তারা বলেছেন, সাংবাদিক সমাজ আজ ন্যায্যতা, প্রাপ্যতা ও অধিকার বঞ্চিত। যেখানে মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে একটি শিল্পকে টিকিয়ে রাখার কথা, সেখানে মালিক পক্ষের কারণে ওয়েজবোর্ড থেকে শুরু করে উৎসব ভাতা সব ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছেন সাংবাদিকরা।

প্রকৃত পেশাজীবী সাংবাদিকরা একদিকে অধিকার বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে ভূঁইফোড় প্রতিষ্ঠান খুলে কথাকথিত সাংবাদিকরা মাঠে বিচরণ করছে। ফলে মর্যাদাশীল এই পেশাটিই এখন চরম ঝুঁকি আর অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই অবস্থা নিরসনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোন
বিকল্প নেই। ১ মে বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।

বগুড়া সাংবাদিক ইউনিয়নের(বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টু আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বিইউজে’র সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) সহ-সভাপতি ও বগুড়া
প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বিএফইউজের নির্বাহী সদস্য প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সাংবাদিক নেতা ঠাণ্ডা আজাদ, সমুদ্র
হক, শফিউল আযম কমল, গৌরব চন্দ্র দাস, কাওছার উল্লাহ আরিফ, বিধান চন্দ্র সিংহ, সাবু ইসলাম, সঞ্জু রায় প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৪ সালে প্রণীত গণমাধ্যম কর্মিদের জন্য প্রবর্তিত চাকরি বিধিমালা আইনটি পুণঃপ্রবর্তনের মধ্যদিয়ে সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। সাংবাদিকদের জাতির বিবেক এবং সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থস্তম্ভ বলা হলেও সংবাদ কর্মিদের আইনগতভাবে মর্যাদা নেই। নেই আর্থিক নিরাপত্তার জন্য সুব্যবস্থা। সংবাদ কর্মিদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানান। 

উপরে