প্রকাশিত : ২ মে, ২০২৩ ১২:৪৮
মহান মে দিবস উপলক্ষে

সৈয়দপুরে শ্রমিক জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে শ্রমিক জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বিশাল শ্রমিক জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  সন্ধ্যা সাতটায় শহরের শের-এ- বাংলা সড়কে জাতীয় শ্রমিক লীগ সৈয়দপুর আঞ্চলিক শাখার উদ্যোগে “শ্রমিক-মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর ওই শ্রমিক জনসভার আয়োজন করা হয়। 

উক্ত শ্রমিক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সৈয়দপুর আঞ্চলিক শাখার  যুগ্ম-আহবায়ক, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মো. মোখছেদুল মোমিন এবং বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম।

সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র -১ মো. শাহিন হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াস হোসেন, পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন, আওয়ামী লীগ নেতা প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহসিন মন্ডল মিঠু। আওয়ামী লীগ নেতা স্বপন প্রামানিকের সঞ্চালনায় জনসভায় আওয়ামী লীগ নেতা আজমল হোসেন, মহিলা লীগ নেতা মোছা. সানজিদা বেগম লাকীসহ আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত পরিবেশিত হয়েছে। এতে স্থানীয় শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
আর আগে মহান মে দিবস উপলক্ষে সকাল ১০টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসন ও শ্রম দপ্তর এবং জাতীয় শ্রমিক লীগ সৈয়দপুর আঞ্চলিক শাখার পৃথক পৃথক ব্যানারে র‌্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি শহরের বঙ্গবন্ধু সড়ক, শেরে বাংলা সড়ক, শহীদ ডা. জিকরুল হক সড়ক, বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পামাল্য অর্পণ করা হয়েছে।

অপরদিকে, মহান মে শ্রমিক উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয় শ্রমিক পার্টি, বাম গণতান্ত্রিক জোট ও ওয়ার্কার্স পার্টি,উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। এ সময় কর্মসূচির মধ্যে ছিল পুস্পার্ঘ্য অর্পণ,র‌্যালি,আলোচনা সভা,গণসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

উপরে