আত্রাইয়ে পৃথক অভিযানে এ্যাম্পল ও হেরোইনসহ আটক ৩
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে অবৈধ নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশন ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতদের মঙ্গলবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. তারেকুর রহমান সরকার জানান, মাদক বিরাধী অভিযানের অংশ হিসাবে সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের জয়ন মোল্লার ছেলে মঞ্জুর মোল্লা (৫১), আত্রাই উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত আয়েন উদ্দিন শাহ্ ছেলে এমামুল শাহ(৩৫) এবং একই উপজলার ভঁরতেতুলিয়া গ্রামের মৃত খোরশেদ আলম খন্দকারের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে বাবু(৩৪) কে আটক করা হয়। আটককালে তাদের কাছে থেকে ৪৫ পিচ অ্যামম্পল ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে মঙ্গলবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।