১২ বছর বয়সেই সংসারের দায়িত্ব বহন করছে আল আমিন!
বাবা নেশাগ্রস্থ,তার মায়ের সাথে বাবার সর্ম্পক না থাকায় মাত্র ১২বছর বয়সে সংসারের হালধরতে হয়েছে শিশু আল আমিনকে। এই বয়সে আল আমিনের স্কুলে যাওয়ার কথা কিন্তু সংসারের অভাব-অনটন আর পেটের ক্ষুদা নিবারন করার জন্য শিশু বয়সেই ট্রেনে ফেরি করে বই,পানির বোতল,চানাচুর সহ বিভিন্ন জিনিস বিক্রি করে আয় করে সংসার চালাচ্ছে সে।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনীর পাশে বস্তির এক ঘরে তার মাকে নিয়ে বসবাস করে আল আমিন। একমাত্র বোনকে শাহাগোলা নামে দুরের এক স্থানে মাদ্রাসায় রেখে পড়ালেখা কারাচ্ছে আল আমিন। সামান্য কিছু লেখাপড়া করেছে আল আমিন। মহামারি করোনা ও অভাবের কারনে পড়াশুনা বাদ দিয়ে সংসারের হালধরেছে। ফুটফুটে সুন্দর, গায়ের রং ফর্সা আর মায়া মায়া চেহারার শিশু আল আমিন কাকা ডাকা ভোরে বাড়ী থেকে বের হয় রোজগারের আল আমিন। সারাটা দিন ট্রেনে ফেরি করে সন্ধ্যায় সান্তাহার স্টেশনে নেমে সারাদিনের আয় গুনে দেখে সে। ঘরে ফিরে সব টাকা মা’র হাতে তুলে দেয় সে। সকাল,দুপুরের খাওয়ার কোন ঠিক নেই তার। আল আমিন জানায়. ট্রেনে সে ফেরি করে বই,পানির বোতল,চানাচুর সহ বিভিন্ন জিনিস বিক্রি করে। যখন ট্রেনে না যায় তখন সে প্লাটফর্মে বিক্রি করে। আল আমিন আরো বলেন, আমি পড়াশুনা করতে যদি এখন স্কুলে ভর্তি হই, তাহলে আমার মা’র খরচ,আমার বোনের লেখাপড়ার খরচ কে দেবে। পড়াশুনা তো করতে ইচ্ছে হয়। এই’টোকাই’ জীবন ভাল লাগে না।