বগুড়ার ডাকঘরে ডাকাতি ও হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বগুড়ার প্রধান ডাকঘরে চাঞ্চল্যকর ডাকাতি ও অফিস সহায়ক প্রশান্ত কুমার আচর্য্য হত্যা মামলার একমাত্র আসামী শফিকুল ইসলাম (৪০) কে নওগাঁর সাপাহার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে ডাকাতী ও হত্যার কাজে ব্যবহিত মালামাল উদ্ধার কারে।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন মাধ্যমে এসব তথ্য জানান। এ সময় পুলিশ সুপার বলেন ডাকাতি ও হত্যা মামলার আসামি শফিকুল ইসলাম গত ২১ এপ্রিল বগুড়ায় আসে এবং রাত ২/৩ মধ্যে পোস্ট অফিসের পূর্ব পাশ দিয়ে ভিতরে প্রবেশ করে গ্যারেজের পিছনে অপেক্ষা করতে থাকে। এরপর সকাল ৬টার দিকে পোস্ট অফিসের গার্ড প্রসাব করতে বের হলে সে যন্ত্রপাতি সহ ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করে সিড়ি ঘরে লুকিয়ে থাকে। এরপর দুপুর ১টার দিকে কর্তব্যরত গার্ড মসজিদের অজুখানে হাতমুখ ধুতে গেলে সে ভিতরে প্রবেশ করে এবং জানালার গ্রিল কেটে ভোল্ট ঘরে প্রবেশ করে। এ সময় সে ভোল্টের সিসি ক্যামেরা গুলো তার কেটে দেয় এবং ভোল্ট কেটে টাকার বাক্স দূরে থাকার জন্য না নিয়ে নওগাঁ তার বাড়িতে চলে যায়। একদিন পর সে নওগাঁ বাসায় অবস্থান করার পর আবার বগুড়ায় চলে আসে। এরপর সে রাত দুইটা পর্যন্ত পোস্ট অফিসের আশেপাশে ঘোরাঘুরি করে। রাত দুটোর পরে চায়ের দোকানের পাশ দিয়ে পোস্ট অফিসের ভিতরে প্রবেশ করে কিন্তু গেট লাগানো থাকায় সে গ্রিলের দুটো পাতি কেটে ভিতরে প্রবেশ করে । সেখানে গার্ড জেগে থাকায় বস্তার আড়ালে ঘন্টা খানেক অপেক্ষা করে। পরে সে সুযোগ বুঝে ভোন্টরুমের টাকার বাক্স কাছে নিয়ে আসাতে না পেরে পাশের ২টি রুমের তালা কেটে ভিতর থেকে একটি লম্বা রড নিয়ে আসে। রুমের তালা কাটার শব্দে কর্তব্যরত গার্ড জেগে উঠে তার সাথে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তার কাছে থাকা এসএস পাইপ দিয়ে মাথায় আঘাত করে এবং গলার চেপে হত্যা করে। এরপর সে পুনরায় ভোল্টের রুমে গিয়ে ৮ লক্ষ টাকা নিয়ে চলে যায়। নওগাঁ ফিরে গিয়ে তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথমে ২ লাখ, পরে আরো ৩ লাখ ৭৬ হাজার টাকা জমা করে। পুলিশ সুপার আরও জানায় আটককৃত আসামী একজন পেশাদার চোর, ডাকাত এবং ছিনতাইকারি। সেই ২০১৯ সালে ঢাকার বনানী থানা এলাকায় ব্যাংকের ভোল্ট কেটে টাকা লুট করার সময় ধরা পড়ে।