প্রকাশিত : ৬ মে, ২০২৩ ১৩:৪৭
আদমদীঘিতে ধানের বাম্পার ফলন

বাজারে দাম ভাল হওয়ায় কৃষকরা খুশি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বাজারে দাম ভাল হওয়ায় কৃষকরা খুশি

দেশের শস্য ভান্ডার বলে খ্যাত বগুড়ার আদমদীঘি উপজেলায় পুরোদমে চলছে ইরি-বোরো ধান কাটা-মাড়াই কাজ। এই নতুন ধান বর্তমানে কৃষকের জীবন পাল্টে দিয়েছে। কৃষকরো এখন ব্যস্ত সময় পার করছে। পাকা ধানের সোনালি রং আর পাকা ফসলের গন্ধে ভরে উঠেছে উপজেলার জনপদ। গ্রামে গ্রামে চলছে ধান তোলার উৎসব। কাক ডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কৃষক-কৃষানী ধান তোলার কাজে সময় পার করছে।  কেউ কেউ ক্ষেতে নতুন ধান কাটছে। কেউ কেউ তা ক্ষেত থেকে মাথায়,বিভিন্ন যানবাহনে ঘরের আঙিনায় নিয়ে আসছে। মহিলারও বসে নেই। তারা মনের আনন্দে ধান কাটা মৌসুমী শ্রমিকদের জন্য রান্না করছে। কেউ কাঁচা খড় বাড়ির আঙনায় বিছিয়ে দিচ্ছে। ধান ছাড়া অন্য কোনো দিকে ফিরে তাকানোর অবসরটুকো কারো নেই। আদমদীঘি উপজেলাতে এবার গত বছরের তুলনায় এবারও রেকর্ড ভঙ্গ করে ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে প্রকার ভেদে ২০ মণ থেকে ২৪ মণ পর্যন্ত ধানের ফলন হয়েছে। বর্তমানে হাট-বাজারে ধানের দাম কিছুটা ভাল হওয়ায় কৃষকরা অনেকটা খুশি। গত বছরের তুলনায় এবার ধানের দাম মণ প্রতি ২০০ টাকা থেকে ৪০০ টাকা বেশী। উপজেলার কয়েকটি হাট বাজার ঘুরে দেখা গেছে জিরাশাইল ধান সাড়ে ১১ শত টাকা ,কাটারী ১২০০ শত টাকা,৯০ ধান ১৪৫০ টাকা দরে বেচা-কেনা চলছে। এছাড়া কৃষকদের আঙ্গিনাতে বেপারীরা এসে ধান কিনছে। ধানের দাম ভাল পাওয়ায় কৃষকরা খুব খুশি। আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে এই উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে এবার ১২ হাজার ৪৫০ হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষ করা হয়েছে।  এবার ল্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকরা তাদের চাহিদা মোতাবেক সার, বীজ, পানি সেচ ও বিভিন্ন কৃষি উপকরণ সুষ্ঠ ভাবে পাওয়ার ফলে নির্বিঘ্নে ইরি-বোরো ধান উৎপাদন করতে পেরেছে। আদমদীঘি উপজেলার গোবিন্দপুর কৃষক আলতাফ হোসেন,বশিকোড়ার জিল্লুর রহমান,শালগ্রামের মাহবুবুর আলম,কাশিমিলা গ্রামের গোলাম রব্বানী,মাঝিপাড়া গ্রামের সুবল সরকার,নিখিল সিংহ,তালসন গ্রামের আতোয়ার রহমান,জিনইর গ্রামের কৃষক বেলাল হোসেন জানান, ইরি-বোরো আাবাদ, বীজ রোপণ, পানি সেচ, আগাছা পরিস্কার ও ধান কাটা মাড়াই করতে বিঘা প্রতি সাড়ে ১২ থেকে হাজার থেকে ১৪ হাজার টাকা খরচ হয়েছে। ধানের ফলন ভালো হওয়ায় গত বছরের তুলনায় এবার কিছুটা লাভ দেখা যাচ্ছে। এ ব্যাপারে আদমদীঘি উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, সুষম সার ব্যবহার ও ধানে রোগ বালাই কম থাকায় বাম্পার ফলন হয়েছে। ইতি মধ্যে উপজেলার বিভিন্ন মাঠে পুরোদমে ধান কাটা শুরু হয়ে গেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সমস্ত ধান কাটা হয়ে যাবে বলে আশা করছেন। 

 

উপরে