হাকিমপুরে ধান কাটা-মাড়াইয়ের আধুনিক যন্ত্র বিতরণ
দিনাজপুরের হাকিমপুরে কৃষিকে যান্ত্রিকীকরণ করতে এবং কৃষকের ধান কর্তন ও মাড়াইয়ের খরচ কমাতে ৫০ভাগ ভর্তুকী মুল্যে কৃষকের মাঝে ধান কাটা-মাড়াইয়ের আধুনিক যন্ত্র হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ মে) দুপুরে উপজেলা চত্ত্বরে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহায়তার আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই মেশিন বিতরণ করা হয়।
উপজেলার আলীহাটের আবু রায়হান নামের এক কৃষকের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম এই হারভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন। ৩৯ লাখ টাকা মুল্যের এই মেশিনটি কৃষকের ২৩ লাখ ২০ হাজার টাকা ও সরকারি ভর্তুকী ১৫ লাখ ৮০ হাজার টাকায় বিতরণ করা হয়েছে। এসময় সেখানে উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম উপস্থিত ছিলেন।

দিনাজপুর প্রতিনিধিঃ