প্রকাশিত : ৬ মে, ২০২৩ ২৩:৪৯

খেলতে গিয়ে স্কুলের গেট ভেঙ্গে এক শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
খেলতে গিয়ে স্কুলের গেট ভেঙ্গে এক শিশুর মৃত্যু

মায়ের সাথে ধান শুকাতে আসে এ শিশুটি। মা ধান শুকাতে দিতে ব্যস্ত, এসময় শিশুটি স্কুলের মুল গেটের উপরে চড়ে খেলছিল। আকস্মিকভাবে লোহার গেটটির ওই পাল্লাটি ভেঙ্গে শিশুটি চাপা পড়ে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৬ মে) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। 

মৃত্যু শিশুটির নাম মুনতাহা। তার বয়স ৪ বছর। সে পুটিমারী ইউনিয়নের মাঝাপাড়া হাজীরহাট গ্রামের মজনু মিয়া। 

আজ শনিবার (৬ মে) সকাল ৭ টার দিকে ভেড়ভেড়ী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মায়ের সাধে ধান শুকাতে আসে শিশুটি। এসময় শিশুটি ওই বিদ্যালয়ের লোহার গেটে চড়ছিল আর নামছিল। এভাবে খেলাধুলা করতে থাকে। এক সময় লোহার গেটটির পাল্লাটি ভেঙ্গে যায়। এতে চাপা পড়ে শিশুটি। গুরুত্বর আহত অবস্থায় প্রথমে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসারত অবস্থায় সকাল ১০ টার দিকে শিশুটির মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- 'শিশুটি সকালে ওই স্কুলের প্রধান গেটে খেলছিল। এসময় গেটটি ভেঙ্গে পড়লে সে চাপা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় রংপুরে মারা যায় শিশুটি। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

 

উপরে