প্রকাশিত : ৯ মে, ২০২৩ ২২:১৪

বাবার মরদেহ বাড়ীতে রেখে পরীক্ষায় অংশগ্ৰহণ করলো ছেলে

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
বাবার মরদেহ বাড়ীতে রেখে পরীক্ষায় অংশগ্ৰহণ করলো ছেলে

বাড়িতে বাবার মরদেহ রেখে ছেলে অংশগ্ৰহণ করলো চলতি এসএসসি  আজকের (মঙ্গলবার) গণিত পরীক্ষায়। এ মর্মান্তিক ঘটনায় ওই পরীক্ষার্থীকে সমবেদনা জানিয়েছেন অনেকে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (৯ মে) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়।

সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী কাউয়ার মোড় বাংলারপাড়া গ্রামের গোলাম রাব্বানীর পুত্র সাজু মিয়া।

ওই পরীক্ষার্থী ভেড়ভেড়ী হাজির হাট স্কুল এন্ড কলেজ থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দিচ্ছে।

এ পরীক্ষার্থী জানান- আমার বাবা প্রায় দু বছর ধরে অসুস্থ্য।  বাবা গতকাল গভীর রাতে খুব অসুস্থ হয়। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে আমার বাবার মৃত্যু হয়। অন্যদিকে সকাল ১০টায় আমার এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে পরীক্ষা। কি করবো মাথা কাজ করছিল না। শেষে বাবার মরদেহ বাড়ীতে রেখে পরীক্ষায় অংশগ্ৰহণ করি।

শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সচিব আব্দুল মালেক বুলবুল ঘটনাটি স্বীকার করে বলেন, বাবার মরদেহ রেখে পরীক্ষা দেয়া খুব কষ্টকর ও মর্মান্তিক। তবুও ছেলেটি বাবার মরদেহ রেখে আজ গণিত বিষয়ের পরীক্ষায় অংশ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকী জানান- এটি একটি মর্মান্তিক ঘটনা।ওই পরীক্ষার্থীর খোঁজ খবর নিয়েছি। আমরা শোকাহত ওই পরীক্ষার্থীসহ পরিবারটির সদস্যদের সমবেদনা জানিয়েছি।

উপরে