প্রকাশিত : ৯ মে, ২০২৩ ২২:২৭

আদমদীঘিতে ডেন্টাল কেয়ার থেকে ৬৫০ পিচ নেশার ইনজেকশন উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘিতে ডেন্টাল কেয়ার থেকে ৬৫০ পিচ নেশার ইনজেকশন উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালত এক অভিযান চালিয়ে ববি ডেন্টাল কেয়ার থেকে ৬৫০পিচ নেশার ইনজেকশন উদ্ধার করেছে। এরিপোট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে প্রক্রিয়া চলছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, উপজেলার সান্তাহার পৌর সভা রোডে মোকলেছার রহমান বিষু নামের এক পল্লী চিকিৎসক ববি ডেন্টাল কেয়ার নামক একটি দোকান বসে চিকিৎসা সহ ঔষধ বিক্রির পাশাপশি নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে আসছিল। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এক্ধিসঢ়;্রকিউটিভ ম্যাজিস্টেট ও উপজেলা সহকারি কশিশনার (ভুমি) মুনিরা সুলতানা গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের(খ)সার্কেলের সদস্যদের নিয়ে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় ভ্রাম্যমান আদালত ওই প্রতিষ্ঠান থেকে ৬৫০পিচ নেশার ইনজেকশন উদ্ধার করে। এদিকে ভ্রাম্যমান আদালতে উপস্থিতি টের পেয়ে ওই পল্লী চিকিৎসক সটকে পড়ে। এরিপোট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে প্রক্রিয়া চলছে।

উপরে