নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নতুন ওসি'র যোগদান
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধঃ

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নতুন ওসি মোঃ আব্বাস আলী যোগদান করেছে। তিনি টাঙ্গাইল জেলার মধুপুর থানা থেকে পদন্নোতি পেয়ে তিনি ৭ই মে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হিসেবে যোগদান করেন।
গত ২১শে ফেব্রুয়ারি কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করায় পদটি শূন্য হয়ে পরে। এর পর ওইদিনি এসআই আবুল হাচানাত দায়িত্ব গ্রহণ করে দক্ষতার সহিত দীর্ঘ ৫টি মাস ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।