প্রকাশিত : ১০ মে, ২০২৩ ১২:২৪

পার্বতীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরের পার্বতীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রগতি সংঘের মঞ্চে ইয়াং স্টার ক্লাব ও প্রগতি সংঘ 'সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ' শীর্ষক এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন। প্রবীণ শিক্ষক জ্ঞানান্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোলাহাটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মবিদুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন প্রগতি সংঘের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন। শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় স্হানীয় শিল্পীরা। 

উল্লেখ্য,সোমবার সন্ধ্যায় রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপনের কথা থাকলেও প্রগতি সংঘের একজন সদস্যের মৃত্যুর কারণে অনুষ্ঠান স্থগিত করে পরের দিন মঙ্গলবার সন্ধ্যায় তা অনুষ্ঠিত হয়।

উপরে