প্রকাশিত : ১০ মে, ২০২৩ ২২:০৯

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেজেট প্রকাশ হওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেজেট প্রকাশ হওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেজেট প্রকাশ হওয়ায় বুধবার রাত ৮টায় বগুড়া জেলা ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
 
জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন সহ সভাপতি সাজ্জাদ আলম পারভেজ, শেখ হৃদয় মিঠু, রায়হান কবির, সবুজ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান গালিব প্লাবন, সাংগঠনিক সম্পাদক  আল নোমান সাব্বির, সুজন আকন্দ, নয়ন অধিকারী, শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান আতিক, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বির,  বগুড়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাফিন সহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে সজীব সাহা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আপামর জনতার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার কাছে গোপালগঞ্জ যেমন বগুড়াও তেমন। দেশের শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ উন্নয়ন ঘটেছে শেখ হাসিনার হাত ধরে। আর তারই ধারাবাহিকতায় আজ বিকেলে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেজেট প্রকাশ হয়েছে। শেখ হাসিনা বগুড়ার মেধাবী ছাত্র সমাজের জন্য বিশ্ববিদ্যালয়  উপহার দিয়েছেন।  আমরা বগুড়া বাসি শেখ হাসিনার কাছে চির কৃতজ্ঞ। সেই সাথে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি শিক্ষা উপমন্ত্রী মাহবুবুল হাসান চৌধুরী নওফেল, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর প্রতিও কৃতজ্ঞতা জানায়।
 
উপরে