প্রকাশিত : ১০ মে, ২০২৩ ২২:৪২

পতিসরে নৃত্যানুষ্ঠানে বগুড়ার আমরা কজন শিল্পী গোষ্ঠি

ষ্টাফ রিপোর্টার
পতিসরে নৃত্যানুষ্ঠানে বগুড়ার আমরা কজন শিল্পী গোষ্ঠি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁর পতিসরে নৃত্যানুষ্ঠানে অংশ নিলো বগুড়ার আমরা কজন শিল্পী গোষ্ঠি।

আমরা কজন শিল্পী গোষ্ঠির নৃত্যানুষ্ঠান দর্শক ও শ্রতাদের মুগ্ধ করে তোলে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের শেষ দিন বুধবার রবিন্দ্র মঞ্চে আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নৃত্য পরিচালক মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায়  দলীয় নৃত্য "নীল দিগন্তে' পরিবেশিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ শহীদুজ্জামান সরকার বাবলু, আনোয়ার হোসেন হেলাল এমপি,  জনাব এস এম জাফরউল্লাহ এনডিসি বিভাগীয় কমিশনার রাজশাহী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক জুলফিকার মতিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলার জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। 

উপরে