প্রকাশিত : ১০ মে, ২০২৩ ২২:৫০

আদমদীঘিতে ৩ কোচিং সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘিতে ৩ কোচিং সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান

বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বগুড়ার সান্তাহারের বিভিন্ন কোচিং সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। অভিযান কালে সরকারি নির্দেশ অমান্য করে দেদারছে কোচিং সেন্টার পরিচালনা করার দায়ে ব্যতিক্রম কোচিং সেন্টারের পরিচালক কৃষ্ণ হালদার এর এক হাজার টাকা জরিমানা এবং কোচিং সেন্টার সিলগালা করেন। পরে বেস্ট কোচিং সেন্টারে গিয়ে পরিচালক বেসরকারি কলেজের শিক্ষক জালাল হোসেনকে ঘটনাস্থলে না পেয়ে তার কোচিং সেন্টার সিলগালা করেন। পরবর্তীতে মবিন হোসেন নামের বেসরকারি শিক্ষক পরিচালিত এক প্রাইভেট সেন্টারে অভিযান চালিয়ে এক হাজার টাকা জরিমানা ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ।

উপরে