প্রকাশিত : ১০ মে, ২০২৩ ২৩:০১

পঞ্চগড়ে দুটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে দুটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পঞ্চগড়ে দুটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বুধবার সকালে পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাজহারুল হক প্রধান ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা প্রকৌশলী মোঃ রমজান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল হক।

অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন দিপু ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ এলাকার গন‍্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, জগদল জিসি সড়ক ও জনপথ রাস্তার ঠুঁটাপাকুরী  কাজিরহাট রাস্তা ভায়া দাতারাম পাড়া রাস্তা চেইনেজ ১০০০  ১৭০০ মিটার ও পঞ্চগড়- আটোয়ারী সড়ক ও জনপথ রাস্তার ফুটকিবাড়ী মোড়  ফকিরেরহাট ভায়া গড়িনাবাড়ী ইউপি রাস্তার চেইনেজ ২০০০ ২৫০০  মিটার দুটি রাস্তার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

উপরে