প্রকাশিত : ১১ মে, ২০২৩ ১৪:৪০

বগুড়ায় ২০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

অনলাইন ডেস্ক
বগুড়ায় ২০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

জাতীয় প্রতিবন্ধী  উন্নয়ন ফাউন্ডেশন  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০  টায় জেলার ২০ জন প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছে। 

প্রতিবন্ধী  সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে  বগুড়া জেলা  প্রশাসকের  চত্বরে  বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম  প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন্ ।
 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দীনেশ সরকার, জেলা সিভিল সার্জন মোহাম্মদা শফিউল আজম, অতিরিক্ত জেলা প্রমাসক  (উন্নয়ন ও মানব সম্পদ)  মোহাম্মদ আর-মারুফ, জেলা সমাজ সেবা অফিসার  আবু সাঈদ মো: কাওসার রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন।
 

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন , সরকার প্রতিবন্ধীদের সকল সহায়ত দিচ্ছে। তাদের ভাতা থেকে শুরু করে  ফিজিওথ্যারাপি প্রদান করছে। কোন মানুষকে অসহায় দেখতে চায় না সরকার।  বিভিন্ন ভাবে দুস্থ  অসহায মানুষ. বিধবা ভাতা , বয়স্ক ভাতা, ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তাসহ নানা সহায়তা দিচ্ছেন।

উপরে