প্রকাশিত : ১৫ মে, ২০২৩ ২১:১৫

প্রধানমন্ত্রী বরাবর শেরপুর-ধুনট স্বার্থসংরক্ষন পরিষদের স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী বরাবর শেরপুর-ধুনট স্বার্থসংরক্ষন পরিষদের স্মারকলিপি

এলেঙ্গা হাটিকুমরুল-রংপুর মহাসড়কের শেরপুর অংশে চারলেনে উন্নীতকরন প্রকল্পের (ধনুট মোড় হইতে হাজীপুর মডেল মসজিদ পর্যন্ত) ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মানে শেরপুর-ধুনট স্বার্থসংরক্ষন পরিষদের পক্ষ থেকে সোমবার সকালে বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের মাধ্যেমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, শেরপুর উপজেলা যেহেতু অতি গুরুত্বপূর্ণ এলাকা এবং ব্যবসা প্রতিষ্ঠান অত্যধিক সেজন্য ফ্লাইওভার নির্মাণ করা প্রয়োজন। কিন্তু রাস্তার কাজ শুরু হওয়ার পর থেকে কোন ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মানের বিষয়টি নজরে আসছে না। ফলে শেরপুর উপজেলাবাসীসহ বিভিন্ন ইউনিয়ন এলাকাবাসী গত ১৮ মার্চ ২০২৩ বগুড়ার শেরপুর উপজেলায় ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের দাবীতে মানববন্ধনসহ বিভিন্ন সভা সেমিনারে অংশ নিয়ে শেরপুর পৌরসভার স্থানীয় এলাকাবাসী গণ-স্বাক্ষরে অংশ গ্রহণ করে। ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় মন্ত্রী (সড়ক ও সেতু মন্ত্রণালয়) বরাবর আবেদন জানানো হয়।

স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনট স্বার্থসংরক্ষন পরিষদের আহবায়ক কে এম মাহবুর রহমান হারেজ, সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর-ধুনট স্বার্থসংরক্ষন নাগরিক পরিষদের সাধারন সম্পাদক সুজিত বসাক, পৌর কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল, শেরপুর-ধুনট স্বার্থসংরক্ষন পরিষদের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, ব্যাবসায়ী নেতা ওয়াজেদ আলী, খায়রুল বাশার সোহাগ, কামরুল হাসান ফারুক প্রমুখ।

উপরে