প্রকাশিত : ১৬ মে, ২০২৩ ২২:০৫

নন্দীগ্রামে মহাসড়কের পার্শ্বে অবৈধ স্থাপনা রাখায় জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে মহাসড়কের পার্শ্বে অবৈধ স্থাপনা রাখায় জরিমানা

বগুড়ার নন্দীগ্রাম মহাসড়কের রাস্তার দুই পার্শ্বে সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্টান গড়ে তোলায় গত মঙ্গলবার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে মদিনা মটরস কে ২হাজার, এ-বি রেন্ট-এ কার মালিক কে ১হাজার এবং আব্দুল হাকিম সেনেটারীতে ২হাজার টাকা সর্বোমোট ৩টি দোকানে ৫হাজার টাকা জরিমানা করেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, হাইওয়েতে অবৈধ ট্রাক প্রার্কিং, সরকারি রাস্তার দুই পার্শ্বে অবৈধ স্থাপনা গড়ে তুলে যানজট সৃষ্টি করে
সড়ক দুর্ঘটনার সহায়ক ভূমিকা পালন করে এই অবৈধ স্থাপনা গুলো। এর আগেও অভিযান চালিয়ে রাস্তার দুই পার্শ্বে সরকারি জায়গার উপর অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়েছে। এবং যারা নতুন করে অবৈধ স্থাপনা নির্মান করছে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হচ্ছে।

উপরে