নিখোঁজ সন্তানের সন্ধান পেতে এক মায়ের সংবাদ সম্মেলন
নিখোঁজ সন্তানের সন্ধানের দাবিতে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাহালুর মালঞ্চা ইউনিয়নের নিখোঁজের মা লক্ষ্মী রানী সরকার।
বুধবার দুপুরে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তিনি অত্যন্ত অসহায় ও নিরুপায়। তার একমাত্র সন্তান বিধান চন্দ্র সরকার (২০) প্রায় ৩৭দিন অতিবাহিত হয়েও তার কোন সন্ধান পাননি। তার ছেলে গত ১১ই এপ্রিল ২০২৩ আনুমানিক রাত ৮টার দিকে মোবাইলে টাকা তোলার জন্য বের হয়ে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৩১৩- ৫৪০৬৩০) বারবার ফোন দিলেও সেটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। পরের দিন আমরা আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের বাসায় খোঁজ করেও পাইনি। পরে তিনি কাহালু থানায় ও বগুড়া র্যাব-১২ অফিসে সাধারন ডায়েরী করেন। জিডি নং-৬১১ ও জিডি ট্রাকিং নং-LFXS5V। কিন্তু এখন পর্যন্ত তার সন্তানের কোন সন্ধান পাওয়া যায়নি।
তিনি তার সন্তান ফিরে পেতে নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসন, সাংবাদিক,পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

ষ্টাফ রিপোর্টার