প্রকাশিত : ১৭ মে, ২০২৩ ১৪:৩৬

শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

বগুড়ার শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ অভিযান-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

শেরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সোমবার  বিকাল ৩ টায় শেরপুর খাদ্য গুদাম প্রাঙ্গণে শেরপুর-ধুনটের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন-এ কাইয়ুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা, অফিসার (তদন্ত) আজমগীর হোসেন, শেরপুর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, শেরপুর থানা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ভূঁইয়া কুদু, সাধারন সম্পাদক আলিমুল রেজা হিটলার, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, উপজেলা সেমি অটো মিল মালিক সমিতির সভাপতি আবু তালেব আকন্দ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, চলতি রোরো মৌসুমে শেরপুরে সরাসরি কৃষকদের নিকট থেকে ৩০ টাকা কেজি দরে ১৫৬৮ মেঃটন ধান ও ৪৪ টাকা কেজি দরে ১০৭৩৩ মেঃটন চাল সংগ্রহ করা হবে।

উপরে