বগুড়ায় তিনদিন ব্যাপী মেডিক্যাল এন্ড হেল্থ কেয়ার প্রদর্শনী শুরু ১৮ মে

বগুড়ায় তিনদিন ব্যাপী মেডিক্যাল এন্ড হেল্থ কেয়ার প্রদর্শনী শুরু হবে অাগামী ১৮ মে হতে ২০ মে। এই প্রদর্শনীর মুল উদ্দেশ্য হলো বগুড়া সহ উত্তরাঞ্চলের সকল প্রকার মেডিক্যাল এন্ড হেলথকেয়ার সেক্টরের উপর ভিত্তি করেই আমাদের এই প্রদর্শনীর আয়োজন।
উত্তরাঞ্চলের মেডিক্যাল কলেজ হাসপাতাল, ক্লিনিক, ডেন্টাল ও ডায়াগনিষ্টিক সেন্টারের চিকিৎসক এবং ব্যবসায়ীদেরকে মেডিক্যাল হেলথ কেয়ার সেক্টরের উন্নত প্রযুক্তির উপকরণের সাথে পরিচিতি করা।
আমরা এই প্রদর্শনীর মাধ্যমে উন্নত বিশ্বের উন্নত প্রযুক্তির মেডিক্যাল এর হেলথকেয়ার কোম্পানির পণ্য ও সুবিধা প্রদর্শন করিতে সহযোগীতা করি। এই প্রদর্শনী ২য় বারের মত মমইন কনভেনশন সেন্টার (এসি) নওদাপাড়া রোড, বগুড়াতে অনুষ্ঠিত হবে।
আগামী ১৮ থেকে ২০ মে ২০২৩ বৃহস্পতি হইতে শনিবার সকাল ১০ ঘটিকা হইতে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে । উত্তরাঞ্চলে মেডিক্যাল হেলথ সেক্টরের যথেষ্ট উন্নতি হয়েছে। তবে মেডিক্যাল এন্ড কেয়ার সেন্টারে কিছু প্রতিবন্ধকতাও আছে।মেডিক্যাল এ হেলথকেয়ার সেন্টারের শিল্প মালিকরা সরকারী সহযোগীতা পেলে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং হেলথকেয়ার সেক্টরের নতুন নতুন কোম্পানী করতে সক্ষম হবে। আমরা একটি এক্সিবিশন সমন্বয়ক হিসেবে উৎপাদন সহযোগী কোম্পানী তথ্য প্রযুক্তি ও পণ্যের প্রদর্শনের আয়োজন করি। পাশাপাশি পণ্যের ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে থাকি।
আন্তর্জাতিক এ প্রদর্শনীতে অংশগ্রহণ করবে মেডিক্যাল এন্ড হেলথকেয়ার সেক্টরের প্রস্তুতকারক,সরবাহকারী এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহ এবং প্রদর্শীত হবে হাসপাতালের সরঞ্জামাদী, চিকিৎসা সরঞ্জাম ডায়াগনস্টিক সরঞ্জাম, সার্জিক্যাল সরঞ্জাম, ল্যাব সরঞ্জাম এবং হাসপাতালের আসবাবপত্র, পুনর্বাসন সরঞ্জাম, স্বাস্থ্যসেবা, ফিটনেস এব সুস্থ্যতা সংগ্রাম, স্বাস্থ্যসেবা,ফিটনেস এবং সুস্থতা সরঞ্জাম,স্বাস্থকর এবং ব্যক্তিগত ব্যবহৃত পণ্য, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসার ও স্বাস্থসেবার তথ্য প্রযুক্তি, হাসপাতালের ওয়েষ্ট ম্যানেজমেন্ট এবং ডিসপোজেবল পণ্য ইত্যাদি।
এটি উত্তরাঞ্চলের স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরো উন্নত এবং নতুন প্রযুক্তির মাধ্যমে সর্ম্পকে অবহিত করা ও বিশ্বমানের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলোকে আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে বিশ্বমানের সেবা প্রদান করাই এই প্রদর্শীর মুল লক্ষ্য। এই ধরনের সমপোযোগী প্রদর্শনী এই শিল্পের সাথে জড়িত সকলের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি।
এই প্রদর্শনীতে ৩০টি কোম্পানী অংশ গ্রহণ করবে যাদের মধ্যে বায়োটেক সার্ভিসেস প্রধান স্পনসর ইসলাম ট্রেডিং এবং টেলোরেট মেডিক্যাল সিস্টেম লিঃ,প্লাটিনাম স্পনসর,ট্রান্সকম ডিস্ট্রিবিউসন কোম্পানী লিঃ, বায়োটেক ইন্টারন্যাশনাল, বায়োজিন কসমেনিউটিক্যালস, আলাভ হেলথকেয়ার লিঃ।
প্রদর্শনটির উদ্বোধন করবেন সভাপতি বগুড়া চেম্বার অব কমার্স ও পরিচালক দি ফেডারেল অফ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রির
মাসুদুর রহমান মিলন সিআইপি। ১৬ মে মঙ্গলবার সকালে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ এক্সিবিশনস লিঃ এর মোঃ সাখাওয়াত হোসেন।
প্রদর্শনীটি উত্তারাঞ্চলে মেডিক্যাল এন্ড হেলথকেয়ার সেন্টারের উন্নত প্রযুক্তি ব্যবহারে যথেষ্ট ভূমিকা রাখার পাশাপাশি বেকার নতুন উদ্যোক্তা তৈরীতে ভূমিকা রাখবে বলে আশা করছি।
উপস্থিত ছিলেন মোঃ রাকিব হোসেন, হেড অফ অপারেশন, বাংলাদেশ এক্সিবিশনস, আল আমিন সহকারী ব্যবস্থাপক মমইন লিঃ।