আদমদীঘিতে নান্দনিকতায় প্রকৃতি প্রেমীদের হাতছানি দিচ্ছে বর্ণিল কৃষ্ণচুড়া
বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রচন্ড খর তাপেও চোখ জুড়ানো ও সাথে প্রশান্তি নিয়ে এসেছে অগ্নি রাঙা কৃষ্ণচুড়া। কৃষ্ণচুড়া গ্রীস্মের একটি অতি পরিচিত ফুল। গ্রীস্মকালের অনেক ফুলের মধ্যে চিরল চিরল সবুজ পাতার ঝাঁকড়া গাছে ফোটা রক্তবর্ন ফুল,নাম তার কৃষ্ণচুড়া। কেউ কেউ কৃষ্ণচুড়াকে রক্তচুড়া বলে থাকে। গ্রাম কিংবা শহর এখন সব খানেই প্রকৃতি প্রেমীদের হাতছানি দিচ্ছে বর্ণিল কৃষ্ণ চুড়া। কৃষ্ণ চুড়ার অপরুপ রুপে মোহিত হয়ে উঠেছে ভাবুক মন। বাংলা কাব্য,সাহিত্য ও সংগীতে নানা উপমায় ব্যঞ্জনায় বরাবর উঠে এসেছে কৃষ্ণ চুড়ার ফুল রুপ সৌন্দর্যের বর্ণনা। শোভা বর্ধনকারী এ ফুলের বৃক্ষটি এখন উপজেলার শহর ও গ্রামঞ্চলের আনাচে কানাচে পথে প্রান্তরে চোখে পরছে। অনিদ্য সুন্দর আগুনঝড়া ফুলের গাছের নিচে প্রচন্ড গরমে অনেকেই আধাভেজা শরীরের বিশ্রাম নিচ্ছে। প্রচন্ড গরম আর তাপদাহ থেকে রক্ষা পেতে কৃষ্ণচুড়া গাছের নিচে বসে বিশ্রাম নেবার পর কান্তিমুক্ত হচ্ছে অনেকেই। উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের পুর্ব পাশে পুকুর পাড়ের রাস্তার পাশে কৃষ্ণচুড়া রঙ ছড়িয়ে রঙিন হয়ে পথিকের চোখ জুড়িয়েছে। এ গাছটিতে আসা রঙিন ফুল রাস্তা ও সড়কের চেহারা পরিবর্তন করে নান্দনিকতায় রুপ নিয়েছে। অপরুপ সৌন্দর্যের কৃষ্ণ চুড়া ফুলের রুপ ছড়ানো দৃশ্য ও কৃষ্ণ চুড়া গাছের নিচে অনেকেই বসে থাকছেন। প্রচন্ড গরম ও তাপদাহে কান্ত পথিকরা বলছে কৃষ্ণচুড়া গাছ গুলোতে ফুল আসায় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আগুন ঝরা চোখ রাঙানো ফুলের কারনে পরিবেশ বদলে সৃষ্টি হয়েছে নান্দনিকতা। যেখানেই কৃষ্ণ চুড়া গাছে ফুল দেখা যাচ্ছে সেখানটাই দৃষ্টিনন্দন লাগছে।