প্রকাশিত : ১৯ মে, ২০২৩ ১২:১৩

শেরপুরে মেলা থেকে মোটর সাইকেল চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে মেলা থেকে মোটর সাইকেল চুরি

বগুড়ার শেরপুরে ঘোড়দৌড়ের মেলা থেকে একটি মোটর সাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৭ মে) বিকালে উপজেলার বিশালপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে ঘোড়দৌড় মেলায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পালাসন গ্রামের মাসুদ রানা জানান, গতকাল বিকাল ৪টার দিকে আমি আমার ছোটভাই আসাদ আলীর একটি বাজাজ ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেল নিয়ে মেলায় যাই। সেখানে গিয়ে মোটর সাইকেল রাখার ১০/১৫ মিনিট পরেই এসে দেখি সেটি নেই।

এ ব্যাপারে রাতেই থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, মোটর সাইকেল চুরির অভিযোগ এখনো পাইনি। তবে এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।

উপরে