শেরপুরে গ্যাস ট্যাবলেট পানে যুবকের আত্মহত্যা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট পানে মো. রবিন হোসেন (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৮ মে) ভোরে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে পরিবারের সদস্যদের উপর অভিমান করে রবিন গ্যাস ট্যাবলেট পান করে। তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়। ভোরে সেখানে তার মৃত্যু হয়।