লাউয়াছড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ঝড়ের প্রভাবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।
শনিবার ( ২০ মে) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গলের রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন ৭২৩ ট্রেন শ্রীমঙ্গল স্টেশন থেকে রাত ৪টা ৫০ মিনিটে সিলেটের অভিমুখে ছেড়ে যায়। এসময় ওই এলাকায় ঝড় বয়ে যাচ্ছিল । লাউয়াছড়া বনের ভেতর অতিক্রম কালে প্রচণ্ড ঝড়ে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
তিনি বলেন, দুর্ঘটনার এ খবর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। আমরা এখন উদ্ধারকারী ট্রেন আসার অপেক্ষা করছি। এই ট্রেন না আসা পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে।
এ কারনে
আপাতত সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে শাখাওয়াত জানান।