প্রকাশিত : ২০ মে, ২০২৩ ১৩:৪২

নন্দীগ্রামে হিন্দু মেয়েকে অপহরণ মামলায় রবিউল এখন কারাগারে

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
নন্দীগ্রামে হিন্দু মেয়েকে অপহরণ মামলায় রবিউল এখন কারাগারে

নন্দীগ্রামে হিন্দু মেয়েকে অপহরণ মামলায় রবিউলের স্থান হয়েছে এখন কারাগারে।

প্রাপ্ত তথ্য জানা গেছে, বগুড়ার নন্দীগ্রামে স্কুল পরুয়া রবিউল (২১),  হিন্দু মেয়ের সাথে প্রেম করে বিয়ে করায় অপহরণ মামলায় এখন কারাগারে রয়েছে বলে জানা যায়। সে উপজেলার বাদলাষন গ্রামের জিল্লুর রহমানের ছেলে। ও একই উপজেলার  প্রতিমা বালা (১৮), চাকলমা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করার সময়  তাদের মধ্যে প্রেমের  সম্পর্ক গড়ে উঠে। বর্তমানে তারা দুই জনই এস এসসি পরিার্থী।এক পর্যায়ে তারা পরিক্ষা দেওয়ার নাম করে  গত ১১মে  অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। গত ১৪ মে  গাজীপুরে বিজ্ঞ ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে  নোটারী  পাবলিকের মাধ্যমে মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, এবং ১৪ মে  গাজিপুর নোটারী পাবলিকে কোট ম্যারেজ করে। পরে মেয়ের বাবা নন্দীগ্রাম থানায় গত ১৪মে একটি অপহরণ মামলা করলে থানার ওসি আনোয়ার হোসেন মামলাটি এসআই সুলতানকে দায়িত্ব দেন। এসআই  সুলতান গত ১৭মে মেয়েকে উদ্ধার করে, এবং রবিউল কে কোর্ট হাজতে প্রেরণ করেন। এরপর মেয়েকে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত মেয়েকে বাবার হেফাজতে নেওয়ার নির্দেশ প্রদান করেন।

উপরে