জাতীয় শিক্ষা সপ্তাহ এ আদমদীঘি রহিম উদ্দীন কলেজ আবারও শ্রেষ্ঠ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের রহিম উদ্দীন কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২৩ প্রতিযোগিতায় সরকারী নীতিমালার মানদন্ডে এবারও শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে।
এ নিয়ে একটানা ৪র্থ বারের মত এই কৃতিত্ব অর্জন করেছে কলেজটি। উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২৩ প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে গ-গ্রুপে (একাদশ-দ্বাদশ) ৮জন এবং ঘ-গ্রুপে(১৩শ-১৭শ শ্রেণি)৭জন প্রতিযোগি ছাত্র-ছাত্রীই এ কলেজ হতে ১ম হয়ে নিরস্কুশ বিজয় অর্জন করেছে। একই সংগে এই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী অর্পিতা সাহা কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। কলেজের এই ধারাবাহিকতা সাফল্য গভনিং বডির সুদক্ষ পরিচালনা পদ্ধতি,শিক্ষক,শিক্ষার্থী ও সচেতন অভিভাবকের ঐকান্তিক সহযোগিতার ফসল বলে অধ্যক্ষ মনে করেন।