বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
অনলাইন ডেস্ক

বগুড়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে ওই দূর্ঘটনা ঘটে। নিহতের নাম ইয়াসিন আলী।
৬০ বছর বয়সী ইয়াসিন বগুড়া সদর উপজেলার খামারখন্দ এলাকার তাহের উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি বেসরকারি একটি ব্যাংকে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার উপ-পরিদর্শক মো: হোসাইন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সকালে বাড়ি থেকে নিজ মোটরসাইকেলযোগে শাজাহানপুরের বি-ব্লকের দিকে যাচ্ছিলেন ইয়াসিন। পথিমধ্যে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। মরদেহ আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।