শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় অটো চালকের মৃত্যু
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় আনোয়ার হোসেন(৫৫) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত অটোভ্যান চালক আনোয়ার শিবগঞ্জ ইউনিয়নের আলাদীপুর গ্রামের মৃতঃ মজিবর রহমানের ছেলে।
জানা যায়, রবিবার বেলা ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গুজিয়া তেলিপাড়া নামক স্থানে গুজিয়া বন্দের বিপরীত দিক থেকে আসা আর একটি সিমেন্টের টিন বোঝাইকৃত অটোভ্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই অটোভ্যান চালক আনোয়ারের মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তার অটোভ্যান নিয়ে অটোভ্যানে থাকা টিনের সাথে আনোয়ারের মাথা লেগে অনেকখানি কেটে যায়। ওই বৃদ্ধকে আশংকাজনক অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার বৃদ্ধর মৃত্যু বলে ঘোষণা করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, এব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।