শিবগঞ্জে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর আয়োজনে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে উপজেলা পর্যায়ে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্পকলা গবেষণা পরিষদ সিনিয়র সায়েন্টিফিক অফিসার এএইচএম শফিউল ইসলাম মোল্লা জামাল, গণসংযোগ কর্মকর্তা ড. মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদু রহমান মানিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কমচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।