প্রকাশিত : ২৩ মে, ২০২৩ ১৩:৪৭

বগুড়ায় আ. লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় আ. লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাজশাহীর জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ২২ মে সোমবার বিকাল ৪ টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মুজিব মঞ্চে বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
 
সমাবেশ শেষে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। 
 
এর আগে শুক্রবার (১৯ মে) রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
 
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেন, 'আপনারা জানেন যে আমাদের নেত্রীকে হত্যার হুমকি দিয়েছে। কবরে পাঠানোর কথা বলেছে। এটাই নয় শুধু এর আগেও ২১ আগস্ট গেনেড হামলা করে আমাদের নেত্রীকে হত্যা চেষ্টা চালিয়েছে তারা। ওরা সবসময় সন্ত্রাসী-চাঁদাবাজি করে, মানুষকে পুড়িয়ে মারে। এরা সারাজীবন মানুষ হত্যা করে গেছে। এরা গণতন্ত্র বিশ্বাস করে না, এরা সংবিধান বিশ্বাস করে না। নির্বাচনের ব্যবস্থাকে তারা মেনে নেয় না। এই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চাই। আমরা হত্যার বদলে হত্যা চাইনা, আমরা রক্তের বদলে রক্ত চাইনা। আমরা রাজপথে বিএনপির বিরুদ্ধে সোচ্চার হবো।'
 
বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় ওই বিক্ষোভ সমাবেশে মজিবর রহমান মজনু বলেন, আমাদের দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সেই নেত্রীকে বিএনপির সমাবেশে এক নেতা হত্যার হুমকি দিয়েছে। আমরাও অনেক সমাবেশ করেছি, কিন্তু কোন রাজনৈতিক নেতার বিরুদ্ধে অশালীন কটূক্তি করিনি। এসময় বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, 'এই যে আপনারা হুমকি দিচ্ছেন, লাভ নাই। আওয়ামী লীগকে আপনারা চেনেন। আওয়ামী লীগ পাথর, পাথরে কেউ মাথা ঠুকলে ওই মাথায় ক্ষত-বিক্ষত হবে। পাথরের কিছু হবে না। তাই সুষ্ঠু রাজনীতি করেন। ভোটে আসেন, জনগণের ভোটে যদি আমরা হেরেও যাই আমাদের আপত্তি নেই। এসব হুমকি-ধামকি দিয়েন না। আপনারাই কোণঠাসা হয়ে যাবেন।'
 
২২ মে সোমবার বিকালে জেলা আওয়ামী লীগ আয়োজিত ওই বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,এ্যড মকবুল হোসেন মুকুল, এ্যাড আব্দুল মতিন পিপি,এ্যাডঃ আমান উল্লাহ, আসাদুর রহমান দুলু, এ্যাডঃ জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু,সুলতান মাহমুদ খান রনি,আল রাজি জুয়েল, এ্যাডঃ তবিবুর রহমান তবি, রফি নেওয়াজ খান রবিন, আবু ওবায়দুল হাসান ববি, আমিনুল ইসলাম ডাবলু, কামরুল মোর্শেদ আপেল, সজীব সাহা,সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপরে