প্রকাশিত : ২৫ মে, ২০২৩ ১৬:৫৭

পোরশায় তেঁতুলিয়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
পোরশায় তেঁতুলিয়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

নওগাঁর পোরশায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ এর সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম। সভায় উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব ইখতিয়ার হোসেন।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২০,১৫,২১৮ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৮,৪৫,২১৮ টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৪,৫০,৯৫,০৯০ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪,৫০,৯৫,০৯০ টাকা। অর্থবছর শেষে বাজেট উদ্বৃত্ত থাকবে ১,৭০,০০০ টাকা। বাজেট সভায় উপস্থিত ছিলেন ধুলাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ইউপি সদস্য আমিনুর রহমান, খলিলুর রহমান, আনিছুর রহমান, মন্ছুর রহমান, হাফিজা বেগমসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ##

উপরে